Supreme Court on SIR

৬৫ লক্ষ ভোটার বাদ! কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের

জাতীয়

বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কীভাবে এত পরিমাণ ভোটার তালিকা থেকে বাদ গেল তা শনিবারের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে বলেছে শীর্ষ আদালত। স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফোর্মস (এডিআর)-র দায়ের করা পিটিশনের ভিত্তিতে বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত, উজ্জ্বল ভুঁইয়া এবং এন কেসিং-কে নিয়ে গঠিত বেঞ্চ কমিশনকে এই নির্দেশ দিয়েছে।
এডিআর পিটিশনে অভিযোগ করেছে, বিশেষ সার্বিক সংশোধন (এসআইআর)-এর পর প্রকাশিত বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষের নাম বাদ গেলেও তাঁদের পরিচিতি প্রকাশ করছে না কমিশন। এমনকি এই প্রশ্নে ব্যাখ্যাও দিচ্ছে না কমিশন। এডিআর’র পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ এদিন অভিযোগ করেন, ব্লক স্তরে খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখার কোনও সুযোগ পাচ্ছে না রাজনৈতিক দলগুলি। ফলে তালিকায় অন্তর্ভুক্ত এবং গণহারে বাদ দেওয়া নিয়ে স্বচ্ছতার অভাব আছে। কারণ এগুলি বুথ স্তরের অফিসারদের সুপারিশের ভিত্তিতে হয়েছে না কি অন্য কোনও বিষয় আছে এর পিছনে, জানতে চেয়েছেন প্রশান্ত ভূষণ। আইনজীবী প্রশান্ত ভূষণ ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া উল্লেখ করে বলেছেন, ‘‘কমিশন জানিয়েছে এই বাদ যাওয়া ভোটাররা হয় মৃত নয়তো অন্য কোনও জায়গায় চলে গিয়েছেন। কিন্তু তার কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই। কারা মৃত কিংবা অন্যত্র চলে গিয়েছেন, তার উল্লেখ থাকা উচিত ছিল।’’ তাঁর যুক্তি, বুথ স্তরের অফিসারদের সুপারিশ কী না জানা ভীষণই প্রয়োজন। তিনি খসড়া ভোটার তালিকায় গুরুতর অসঙ্গতি আছে বলেও অভিযোগ করেছেন। তার বিশদে ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
এরই ভিত্তিতে উদ্বেগ প্রকাশ করে কমিশনকে শনিবারের মধ্যে কেন এত পরিমাণ ভোটারের নাম বাদ গেল, সেই জবাব দিয়ে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে তিন সদস্যের বেঞ্চ।

Comments :0

Login to leave a comment