আগামী বুধবার যুবভারতীতে দুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ আইলিগের দল নামধারি এফসি। মঙ্গলবারের অনুশীলন কোচ অস্কার ব্রুজন এই আইলিগ ও আইএসএলের তফাৎ না করে বলেন ' গত মরশুমে নামধারি আইলিগে শীর্ষে ছিল বেশ কয়েক ম্যাচ । ফলে আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কালকের ম্যাচটা এডভান্টেজ নয়'। গত ম্যাচে খুব তাড়াতাড়ি দলের দায়িত্ব নেওয়ায় দেখে নিতে পারেননি দলের খেলোয়াড়দের। তবে এই ম্যাচের আগে রিল্যাক্স কিনা এই প্রসঙ্গে অস্কার বলেন ' কোনো রিলাক্সের জায়গা নেই । রিল্যাক্স , চাপ এই শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত নই। যখন আমরা মাঠে নামি। তবে প্রথম ম্যাচের পর আমাদের দল অনেক ভালো পরিস্থিতিতে আছে । এই মরশুমে আমরা অনেক ভালো কিছু করতে পারব। তবে আমি ম্যাচ বাই ম্যাচ ভাবছি ' । এর সঙ্গে তিনি এও যোগ করেন গত ম্যাচে চোটের কারণে বুধবারের ম্যাচে নেই সৌভিক ও বিষ্ণু।
DURAND CUP 2025
নামধারীর বিরুদ্ধে জয়ের লক্ষ্য ইস্টবেঙ্গল

×
মন্তব্যসমূহ :0