কবিতা
মুক্তধারা
হিরোশিমা
নির্মলেন্দু শাখারু
১ আগস্ট ২০২৫ / বর্ষ ৩
কেমন আছে হিরোশিমা?
বইছ বুকে অযুত ক্ষত..
দিবস এলেই করি পালন--
তারপরে সেই যে যার মতো!
'লিটল বয়'-এর ধ্বংসলীলা--
অত্যাচারের সীমা ছেড়ে--
সোনার টুকরো হিরোশিমার--
সর্বস্ব তার নিলো কেড়ে।
মারা গেল কত মানুষ--
দগদগে দাগ আজও বুকে...
হিরোশিমার এই ইতিহাস
ঘোরে ফেরে সবার মুখে!
Comments :0