পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তি ছেড়ে বেরনোর ঘোষণা করল রাশিয়াও। ২০১৯-এ এই চুক্তি মান্য না করার ঘোষণা করেছিল আমেরিকা।
‘ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস’ চুক্তি হয় ১৯৮৭-তে। প্রধান কথা ছিল, দুই প্রধান সামরিক শক্তি একে অন্যের বিরুদ্ধে পরমাণু অস্ত্র নিয়ে আঘাতে সক্ষম এমন স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে না।
রাশিয়া বলেছে যে যুদ্ধজোট ‘ন্যাটো’র নীতির কারণেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। লক্ষ্যণীয়, ২০১৯-এ আমেরিকা যখন প্রত্যাহার করেছিল তখনও রাশিয়া চুক্তি মেনেই চলার অবস্থানে ছিল। দু‘দেশের সম্পর্কে নতুন করে অবনতি হয় ট্রাম্প রাশিয়ার অভিমুখে দু’টি পরমাণু ক্ষমতাসম্পন্ন সাবমেরিন পাঠানোর ঘোষণা করায়। এই হুমকিকে মোটেই ভালভাবে নেয়নি পুতিন প্রশাসন।
মঙ্গলবার রাশিয়ার বিদেশ মন্ত্রক বলেছে যে সংশ্লিষ্ট চুক্তি মান্য করার পরিস্থিতি একেবারেই আর নেই। রাশিয়াকে ঘিরে ন্যাটো-র মাধ্যমে পশ্চিমী দেশগুলির ক্ষেপণাস্ত্র মজুত করার নীতিতে সুরক্ষা প্রশ্নের মুখে।
Russia Nuclear
পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তি ছেড়ে বেরিয়ে ‘ন্যাটো’-কে দায়ী করল রাশিয়া

×
Comments :0