গৌতম আদানি মামলা চলছে আমেরিকার আদালতে। আমেরিকা তদন্ত চালাচ্ছে আদানির বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে কারণে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না।
বুধবার এই মর্মে আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী।
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অনবরত ভারতকে শুল্কের হুঁশিয়ারির মুখে ফেলছেন। অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও চালু করেছে ভারতের ওপর। মোদী সরকার আমেরিকা অনুগত থাকার নীতিতে চলতে থাকায় পালটা কোনও পদক্ষেপের পথে হাঁটেনি।
রাহুল বলেছেন, ‘আরেকটি বিপদ হলো মোদী, এএ এবং রাশিয়ার মধ্যে তেলের লেনদেন ফাঁস করে দিতে পারে আমেরিকা। মোদীর হাত বাঁধা।’
কেবল শুল্ক শাসানি নয়, ভারতীয়দের হাতে হাতকড়া পরিয়ে অবৈধ অভিবাসনের অভিযোগে বিমানে করে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। বিমানবন্দরে ফেলে মারধর করা হয়েছে ভারতীয় ছাত্রকে। অথচ মোদী সরকার বা বিজেপি এমন প্রশ্নে একেবারে চুপ।
গত বছরের নভেম্বরে নিউ ইয়র্কের আদালতে গৌতম আদানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমেরিকার বিচার বিভাগ। আদানির সৌর বিদ্যুৎ সংস্থাকে ঘিরে অভিযোগ জমা করে সেই সংস্থায় মার্কিন বিনিয়োগকারী এক সংস্থা। বলা হয়, ২০ বছরে ২০০ কোটি ডলার মুনাফা নিশ্চিত করার জন্য ভারত সরকার এবং একাধিক রাজ্যের আধিকারিকদের ঘুষ দিয়েছিল আদানি গ্রিন এনার্জি লিমিটেড।
ট্রাম্প ভারতকে একের পর এক অভিযোগে বিদ্ধ করে চলেছেন। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে শাস্তির মুখে ফেলেছেন ২৫ শতাংশ শুল্ক বসিয়ে। বলছেন ভারত নিম্নমানের ব্যবসায়িক বোঝাপড়া করছে। পর্যবেক্ষকদের মত, ভারতের কৃষি এবং ডেয়ারির বাজারে অবাধে আমেরিকার বহুজাতিকদের প্রবেশের জন্য চাপ দিচ্ছে ট্রাম্প। কৃষক বিক্ষোভের ভয়ে এখনও কথা দিতে পারেনি মোদী সরকার। অনবরত চাপ দিচ্ছেন ট্রাম্প।
Adani Modi
আদানি তদন্তের মুখে, তাই ট্রাম্পের সামনে চুপ মোদী, অভিযোগ রাহুলের

×
Comments :0