DURAND CUP 2025

৪গোলে জয় মোহনবাগানের

খেলা

কিশোরভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের ম্যাচে এগিয়ে ছিল মোহনবাগান। বিএসএফের বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিল সবুজ মেরুন। ম্যাচের ২৪ মিনিটের লেফট ব্যাক রোশনের সেন্টার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন মনবীর সিং। এই ম্যাচে মলিনা কলকাতা লিগের বেশ কয়েকজন খেলোয়াড়কে নামিয়েছেন পরখ করে নেওয়ার জন্য। গোলের সুযোগ মিস না করলে প্রথমার্ধে বাড়তে পারত গোলের সংখ্যা।

দ্বিতীয়ার্ধে এল আরো ৩টি গোল। ৫৩ মিনিটে পরিবর্ত হিসেবে নামা সাহাল ও লিস্টনের যুগলবন্দীতে এল দ্বিতীয় গোল। গোল পেলেন লিস্টন।৫৮ মিনিটে একক দক্ষতায় বল টেনে নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন লিস্টন। ৬১ মিনিটে সহকের শট প্রতিপক্ষের ডিফেন্ডার গোল লাইন সেভ করার চেষ্টা করলেও তা গোলের লাইন ক্রস করায় রেফারি গোলের সিদ্বান্ত দেন। মোট ৪-০ গোলে জিতে পরবর্তী পর্বে যাওয়ার ক্ষেত্রে এক পা বাড়িয়ে রাখল মোহনবাগান।

Comments :0

Login to leave a comment