বিভিন্ন রাজ্যে থাকা পাকিস্তানের নাগরিকদের দেশের ফেরানোর নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে তাদের রাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য।
মঙ্গলবারের হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কুটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল এবং তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ২৭ এপ্রিল পর থেকে বাতিল হয়েছে যাবে এদেশে থাকা পাকিস্তানের নাগরিকদের ভিসা।
পহেলগাম সন্ত্রাসবাদী হামলার সাথে পাকিস্তানের যোগ আছে বলে দাবি করছে ভারত। ওপর দিকে পাকিস্তানের দাবি এই ঘটনার সাথে তাদের কোন যোগাযোগ নেই, ভারত সরকারের দাবি মিথ্যা।
পহেলগামে সন্ত্রাসবাদী হামালার জেরে ওয়াঘা-আট্টারি সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। এছাড়াও পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের জলচুক্তিও বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে বুধবার দিল্লিতে প্রাধনমন্ত্রীর বাসবভনে উচ্চপর্যায়ের বৈঠকের শেষে। তবে, জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত কিভাবে কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বুধবার বৈঠকের শেষ বিদেশমন্ত্রক থেকে বলা হয়েছে, পাকিস্তানের নাগরিকদের এদেশে আসা বন্ধ করতে ‘সার্ক’ ভিসাও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁদের এই ভিসা দেওয়া হয়েছিল তাও বাতিল করা হয়েছে। এছাড়াও দিল্লিতে থাকা পাকিস্তানের দূতাবাসে কর্তব্যরত সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত বলে ঘোষণা করে এক সপ্তাহের মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার কথা বুধবার রাতে জানিয়েছে বিদেশমন্ত্রক। পাশাপাশি দিল্লিতে পাক হাইকমিশনে কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ করারও নির্দেশ দেওয়া হয়েছে। ভারতও ইসলামাবাদে হাইকমিশনের দপ্তরে কর্মীর সংখ্যা কমিয়ে ৩০ করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
Comments :0