এই প্রথম এরাজ্যে লোকসভা ভোটে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা করেছে কংগ্রেস। বিধানসভায় হলেও এই দু’পক্ষের সমঝোতা লোকসভায় হয়নি। ২০১৬’র বিধানসভার ভোটে নিচের স্তরে সমঝোতা সবটা বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার পরিস্থিতি বদলে গিয়েছে।
এ’রাজ্যে লোকসভা নির্বাচনের লড়াইকে এভাবেই ব্যাখ্যা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন যে বামফ্রন্ট এবং কংগ্রেস কর্মীরা অত্যাচারিত বলেই এক জায়গায় এসেছেন। মমতা ব্যানার্জি প্রসঙ্গে তিনি বলেছেন যে ‘ইন্ডিয়া’ মঞ্চের সম্ভাবনা বাড়তে থাকায় এখন সুর বদলেছেন মুখ্যমন
‘‘নিজের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরে পেতে এখন ইন্ডিয়ায় আছি এই কথা বলতে বাধ্য হচ্ছেন মমতা ব্যানার্জি।’’ বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।
চৌধুরী বলেন, ‘‘চতুর্থ দফা নির্বাচনের পর থেকে তৃণমূল নেত্রী বলতে শুরু করেছেন যে তিনি ‘ইন্ডিয়া’ জোটের অংশ। বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকেও তিনি দাবি করেছেন যে তিনি নাকি ‘ইন্ডিয়া’ তৈরি করেছেন!’’
এদিন অধীর চৌধুরি মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেন, ‘‘জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’ তৈরি হওয়ার পর প্রথম পালান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তারপর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উল্টো দিকে এই ‘ইন্ডিয়’-র সঙ্গে থাকায় থেকে জেলে যেতে হয়েছে দুই মুখ্যমন্ত্রীকে। একজন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্যজন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কে সুবিধাবাদী তা ভারতের মানুষ দেখতে পারছে।’’
তিনি আরও বলেন, ‘‘হাওয়া উল্টো দিকে বইছে তাই সুর বদলেছে মমতা ব্যানার্জি। ইট পেতে রাখতে চাইছেন তিনি।’’
এবার প্রথম লোকসভা নির্বাচনে এরাজ্যের আসন সমঝোতা করেছে কংগ্রেস এবং বামফ্রন্ট। ২০১৬ এবং ২০২১’র বিধানসভা নির্বাচনের আসন সমঝোতা হলেও এরাজ্যে লোকসভায় আগে কখনও কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের আসন সমঝোতা হয়নি। এবার রাজ্যের ৪২টি লোকসভা আসনেই এই সমঝোতা হয়েছে।
এই প্রসঙ্গ টেনে অধীর চৌধুরি বলেন, ‘‘আজকে আগে দেশ এবং সংবিধানকে বাঁচাতে হবে। ধর্মনিরপেক্ষতা বাঁচাতে হবে। সেই জায়গায় বামেদের সাথে আমাদের রাজনৈতিক ঐক্য আছে। আমরা এবং বামপন্থীরা অত্যাচারিত। আমরা উভয়েই অত্যাচারের শিকার। সময় আমাদের ঐক্যবদ্ধ করেছে।’’
Comments :0