CAFA NATIONS CUP 2025

নেশন্স কাপে যাত্রা শুরু ভারতের

খেলা

শুক্রবার কাফা বা CAFA ( সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) নেশন্স কাপে নিজেদের যাত্রা শুরু করবে ভারতীয় ফুটবল দল। তারা মুখোমুখি হবে তাজাকিস্তানের। ঘরের মাঠে তাজিকিস্তান খেলবে হিসর আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভারতীয় দলের জন্য বেশ কয়েকটি ক্লাব নিজেদের খেলোয়াড়দের ছাড়েনি এই প্রতিযোগিতার জন্য। তবে এই দলে সন্দেশ ঝিঙ্গান , চাঙতে , আনোয়ার , বিক্রম প্রতাপরা রয়েছেন।  নতুন কোচ খালিদ জামিলের এটিই প্রথম পরীক্ষা হতে চলেছে। আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন ম্যাচ রয়েছে ভারতের। তারই প্রস্তুতি হিসেবে এই প্রতিযোগিতাটিকে দেখছে ভারতীয় দল। শুক্রবার ভারতীয় সময় রাত ৯ টায় শুরু হবে এই ম্যাচ।

Comments :0

Login to leave a comment