US OPEN TENNIS

ইউএস ওপেনে মোটা অংকের জরিমানা মেদভেদেভকে

খেলা

বুধবার ইউএস ওপেনের ম্যাচে আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণের কারণেই জরিমানা করা হল রুশ টেনিস তারকা ড্যানিয়েল মেদভেদেভকে। ঘটনার সূত্রপাত বুধবারে তার সঙ্গে ফরাসি খেলোয়াড় বেঞ্জামিন বনজার ম্যাচে। তৃতীয় সেটের সময় বনজা সার্ভ করছিলেন। সেই সময় একজন ফটোগ্রাফার চলে আসেন কোর্টের মাঝে। তারপর আম্পায়ার আরো একবার সার্ভ নিতে বলেন বনজাকে। এর ফলেই আম্পায়ারের উপর ক্ষোভ প্রকাশ করতে থাকেন মেদভেদেভ। এই কারণেই দর্শকদের উত্তেজিত করছিলেন মেদভেদেভ ইউনাইটেড স্টেটস টেনিস এসোসিয়েশন ( USTA ) এই বিষয়টিকে খতিয়ে দেখেছে। রুশ এই তারকাকে তারা ৪২৫০০ ডলার ( ভারতীয় মুদ্রায় ৩৭ লক্ষ ৩৫ হাজার ৯৫১ টাকা ) জরিমানা করা হয়েছে তাকে। এছাড়াও আরো ৩০০০০ ডলার দর্শকদের উত্তেজিত করার কারণে এবং আরো ১২৫০০ ডলার র্যাকেটের অপব্যবহার করার জন্য জরিমানা করা হয়েছে।

Comments :0

Login to leave a comment