উপরাষ্ট্রপতি পদে ‘ইন্ডিয়া’-র প্রার্থী বি সুদর্শন রেড্ডি দেখা করলেন সিপিআই(এম) ও সিপিআই নেতবৃন্দের সঙ্গে।
বুধবার দিল্লিতে এইচকেএস ভবনে সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে দেখা করেন রেড্ডি। অজয় ভবনে দেখা করেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার সঙ্গেও।
আচমকাই উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার অধ্যক্ষের পদ থেকে সরে গিয়েছেন জগদীপ ধনখড়। বিজেপি বিরোধী দলগুলির মঞ্চ ‘ইন্ডিয়া’ যৌথভাবে সুদর্শন রেড্ডিকে প্রার্থী ঘোষণা করেছে।
গত ২২ আগস্ট রেড্ডি দেখা করেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে। আগের দিন দেখা করেছিলেন ডিএমকে সভাপতি এবং তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রেড্ডি ঘোষণা করেছেন কেবল জয় পরাজয়ের অঙ্কে তাঁর প্রতিদ্বন্দ্বিতা নয়। দেশের সংবিধান, বহুত্ববাদী সংস্কৃতি, ধর্মনিরপেক্ষতার পক্ষে লড়াইয়ের অংশ তাঁর এই সিদ্ধান্ত।
গত ২৫ আগস্ট প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিনের পর রাজ্যসভার সচিবালয় জানিয়েছে যে বি সুদর্শন রেড্ডি এবং বিজেপি জোট এনডিএ’র প্রার্থী সিপি রাধাকৃষ্ণনই কেবল প্রার্থী।
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদের দুই কক্ষের সাংসদরা। ৯ সেপ্টেম্বর হবে ভোট।
Sudarshan Reddy Baby
বেবি, রাজার সঙ্গে দেখা করলেন উপরাষ্ট্রপতি পদে প্রার্থী সুদর্শন রেড্ডি

×
Comments :0