Jammu and Kashmir Flood

জম্মু কাশ্মীরে ভারীর বৃষ্টির জেরে মৃত চার

জাতীয়

মেঘ ভাঙা বৃষ্টির কারণে জম্মু কাশ্মীরে তৈরি হয়েছে বণ্যা পরিস্থিতি। প্রশাসন সূত্রে খবর ডোডা জেলায় এর প্রাকৃতিক বিপর্যয়ের জেরে চার জনের মৃত্যু হয়েছে। প্রায় ১০টি বাড়ি বণ্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। ভারি বৃষ্টির কারণে জম্মু কাশ্মীরের সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 
প্রশাসন সূত্রে খবর জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধ্বসের কারণে বন্ধ রয়েছে যান বাহন। একাধিক নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। 
জম্মু কাশ্মীরের কাঠুয়ায় বৃষ্টিপাতের হার সব থেকে বেশি বলে জানা গিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামীকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

Comments :0

Login to leave a comment