মীর আফরোজ জামান, ঢাকা
বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন‘ চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের (আইইবি) কাউন্সিল হলে সংবাদ সম্মেলন হয় ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-র ব্যানারে।
এই মঞ্চের সভাপতি মহম্মদ ওয়ালি উল্লাহ বলেন, ‘এই আন্দোলন আমাদের তিন দফা দাবির ওপর চলছিল। সারা দেশের ক্যাম্পাসগুলিতে ‘কমপ্লিট শাটডাউন’ চালু থাকবে।’
এই মঞ্চের বক্তব্য, ‘অনেক ক্ষেত্রেই সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পদগুলো শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ করা হয়। সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনো সুযোগই দেওয়া হয় না। এটি বন্ধ করতে হবে।’
সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যেসব সরকারি সংস্থা প্রকৌশলীদের নিয়োগ করে, সেসব সংস্থার প্রধানকে ওয়ার্কিং গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে প্রকৌশলী শিক্ষার্থীদের দাবির বিষয়ে গত বুধবার বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে সভাপতি করে আট সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। এ সমস্যার সমাধান করতে গেলে সবার সঙ্গে বৈঠক করতে হবে, কথা বলতে হবে। এ কারণে ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।
যেসব সরকারি সংস্থা ইঞ্জিনিয়ার নিয়োগ করে, বিশেষ করে গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের সঙ্গেও আলোচনা হবে। সাংবাদিকের এই প্রশ্নের জবাবে কমিটির প্রধান ফওজুল কবির খান বলেন, এটাই সমাধান। আন্দোলনকারীরা যে কোনও সময় ওয়ার্কিং গ্রুপের সঙ্গে বসতে পারবেন।
Comments :0