DIAMOND LEAGUE 2025

জুরিখে ডায়মন্ড লিগ জয়ের লক্ষ্যে নামবেন নীরজ

খেলা

আগামী বৃহস্পতিবার ২৮আগস্ট সুইৎজারল্যান্ডের জুরিখে ডায়মন্ড লিগের ফাইনালে নামবেন নীরজ চোপড়া। ২০২০ এবং ২০২৪ অলিম্পিকে পদকজয়ী নীরজ এই প্রতিযোগিতায় ১৫পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানাধিকারী হিসেবেই ফাইনালে যোগ্যতা অর্জন করেছিলেন। এই মরশুমের ১৪পর্বের এই সিরিজ প্রতিযোগিতা শেষ হতে চলেছে বৃহস্পতিবার। মোট চারটি জ্যাভেলিন থ্রো-র ইভেন্টে নীরজ জিতে যোগ্যতা অর্জন করেছেন ফাইনালের জন্য। ২০২২ সালে শেষবার এই প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন নীরজ। এই প্রতিযোগিতায় মোট ৩২টি ইভেন্ট হয়েছে। ফাইনাল ভাগ করা হয়েছে দুই দিনে। পুরুষ এবং মহিলাদের পোল ভল্ট , লং জাম্প , শটপাট এবং মহিলাদের হাই জাম্পের ইভেন্ট  হবে বুধবার ২৭আগস্ট সেচসিলটেনপ্লাটজে। বাকি ২৬টি ইভেন্ট হবে লেটজি গ্রাউন্ড স্টেডিয়ামে বৃহস্পতিবার। এই প্রতিযোগিতায় গত এপ্রিলে দোহাতে ৯০ মিটারের জ্যাভেলিন থ্রোয়ে দ্বিতীয় স্থান পেয়েছিলেন নীরজ চোপড়া। তাকে পিছনে ফেলে জার্মানির জুলিয়ান ওয়েবার ৯১.০৬মিটারের থ্রোয়ে বিজয়ী হয়েছিলেন। তাই এইবার তার লক্ষ্য ৯০ মিটারেরও বেশি থ্রোয়ে সকলকে পিছনে ফেলে ফের একবার ডায়মন্ড লিগে জয় পাওয়া ।      

Comments :0

Login to leave a comment