মীর আফরোজ জামান, ঢাকা
বাংলাদেশের রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের একটি বেয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, "একজন পথচারী ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এমন সময় উপর থেকে একটি বেয়ারিং প্যাড তার মাথার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত যুবকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। নিরাপত্তার স্বার্থে আপাতত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।"
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বেয়ারিং প্যাডটি পড়ে একজন পথচারীর মৃত্যু হওয়ার পাশাপাশি ফুটপাতে থাকা একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগে গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি অংশে মেট্রো লাইনের একটি ভায়াডাক্টের চারটি স্প্রিংয়ের মধ্যে একটি স্প্রিং সরে যাওয়ার ঘটনা ঘটেছিল।
সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, "মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তাঁর পরিবারে কর্মক্ষম কোনও ব্যক্তি থাকলে তাকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে।"
Comments :0