Accident

মধ্যপ্রদেশে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু

জাতীয়

Accident

মধ্যপ্রদেশের বেতুল জেলায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত দুটো নাগাদ ভূপাল থেকে প্রায় ১৭০ কিমি দূরে এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝালর থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। 
ঝালড় থানার পুলিশ আধিকারিক শিবরাজ সিং ঠাকুর জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।  
গাড়ির মধ্যে থাকা ৬ জন পুরুষ, তিনজন মহিলা দুই শিশুর মৃত্যু হয়েছে। রাত দুটো নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কীভাবে দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর অমরাবতী থেকে ওই গাড়িতে ফিরছিলেন। আর যাত্রীবিহীন বাসটি যাচ্ছিল বিপরীত দিকে। বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। পুলিশের অনুমান গাড়িটি প্রচন্ড গতিতে আসছিল, নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়়ির চালক বাসটিতে সজোরে ধাক্কা মারে। কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির মধ্যেই মৃত্যু হয় ১১জনের।
এই ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।   
 

Comments :0

Login to leave a comment