আগুন লেগেছে শুনে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন যাত্রীরা। উলটোদিকের লাইনে ছুটে আসা ট্রেন চলে গেল তাঁদের ওপর দিয়ে। মহারাষ্ট্রের জলগাঁওয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর মিলেছে।
জানা গিয়েছে, লক্ষ্ণৌ-মুম্বাই পুষ্পক এক্সপ্রেসে আগুন লেগেছে বলে রট যায়। কেউ চেন টেনে ট্রেন থামিয়ে দেন। মুম্বাই থেকে প্রায় চারশো কিলোমিার দূরে পচোরিতে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি।
যাত্রীদের অনেকে কামরা থেকে ঝাঁপ দেন লাইনে। সেই লাইনেই উলটোদিক থেকে আসছিল কর্নাটক এক্সপ্রেস। মুহূর্তের মধ্যে তাঁদের ওপর দিয়ে চলে যায় ট্রেন।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকতে হয়েছে। রেললাইনের ওপরে ছিটকে পড়ে রয়েছে পরপর মৃতদেহ। চারদিকে ছড়িয়ে রক্ত।
আগুন না লাগলেও সমস্যা যে ছিল তা স্বীকার করতে হয়েছে রেলকেই। সেনট্রাল রেলের মুখপাত্র স্বপ্নিল নিল বলেছেন, যাত্রীরা কামরা থেকে আগুনের ফুলকি দেখতে পান। ব্রেক জ্যাম হয়ে যাওয়ার ঘর্ষণে বা অ্যাক্সেলের সমস্যায় আগুনের ফুলকি ছড়িয়েছিল। দ্রুত রটে যায় কামরায় আগুন লেগেছে। এরপরই ঝাঁপ দিতে থাকেন যাত্রীরা। একাধিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
Jalagaon Train Accident
আগুন লেগেছে শুনে ঝাঁপ, পাশের লাইনে ট্রেনের ধাক্কায় মৃত ১১ যাত্রী
×
Comments :0