Russia Forces Indian

রাশিয়ার সেনায় যোগ দিয়ে নিহত ১২ ভারতীয়, নিখোঁজ ১৬

জাতীয়

রাশিয়ার সেনায় যোগ দিয়েছেন ভারতের ১২৬ নাগরিক। ১২ জন নিহত হয়েছে যুদ্ধে অংশ নিয়ে। ১৬ জনের কোনও খোঁজ নেই।
শুক্রবার এই তথ্য দিয়েছে বিদেশ মন্ত্রকই। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনিই জানিয়েছেন এই তথ্য। এর আগে সরকারিভাবে ভারত জানিয়েছিল যে রাশিয়ার সেনায় যোগ দিয়ে নিহত ভারতীয়ের সংখ্যা ৯। 
সম্প্রতি কেরালার বাসিন্দা বিনি বাবু রাশিয়ার সেনায় যোগ দিয়ে মারা যান। জয়সোয়াল জানিয়েছেন তাঁর দেহ ফিরিয়ে আনার জন্যও রাশিয়া সরকারের সঙ্গে আলোচনা চলছে। 
বিদেশ মন্ত্রক শুক্রবার জানিয়েছে ৯৬ জন ভারতীয়কে ছেড়ে দিয়েছে রাশিয়ার সেনা। তাঁরা দেশে ফিরে এসেছেন। কিন্তু নিখোঁজ ভারতীয়দের জন্য কী করা হচ্ছে? জয়সোয়ালের দাবি, রাশিয়ার সঙ্গে এই নাগরিকদের নিয়ে কথা হচ্ছে। এঁদের পরিবারের সঙ্গেও কথা বলা হয়েছে। বাকিদেরও সেনা থেকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment