Mexico Jail Attack

মেক্সিকোর কারাগারে হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক

Mexico Jail Attack

কারাগারের সামনে গাড়ি দাঁড়াতেই নেমে এলো একদল লোক। সকলেই সশস্ত্র। অতর্কিতে আক্রমণ করল রক্ষীদের ওপর। নিয়ে যাওয়া হচ্ছিল কয়েদীদের কয়েকজনকে। গুলি চলল তাদের ওপরও। 

{ad{

সিনেমার দৃশ্য নয়। মেক্সিকোর জুয়ারেজ শহরের প্রধান কারাগারে এমনই হলো হামলা। প্রাণ হারালেন মোট ১৪ জন। জুয়ারেজ প্রশাসন জানাচ্ছে, নিহতদের মধ্যে ১০ প্রহরী, বাকি ৪ কয়েদী। 

পশ্চিমের সংবাদমাধ্যমও বলতে পারছে না এত বড় মাপের হামলার কারণ কী। তবে মার্কিন সংবাদমাধ্যম মনে করিয়ে দিচ্ছে জুয়ারেজ মেক্সিকোর অন্যতম প্রধান ড্রাগ চোরাচালান কেন্দ্র। ড্রাগ চোরাচালান চক্রের এক বাহিনী অন্য বাহিনীর ওপর নিয়মিত হামলা চালায়। প্রায়ই রক্তাক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের সীমান্ত ঘেঁষা মেক্সিকোর এই এলাকা। 

মেক্সিকোর সংবাদমাধ্যম জানাচ্ছে, সংঘর্ষের ফাঁক গলে পালিয়েছে ২৪ কয়েদীও। তবে সশস্ত্র আক্রমণ কারা করল জানা যায়নি। 

জুয়ারেজে দুই ড্রাগ চক্র সিনালোয়া এবং জুয়ারেজের মধ্যে এলাকা দখলের লড়াই চলে নিয়মিত। চোরাকারবারের বিপুল সম্পদশালীদের নিয়ে লেখালেখি করলে খুন হতে হয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের।  

 

Comments :0

Login to leave a comment