শনিবার বিকালে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনা। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ হবে বাংলাদেশে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ফ্রেন্ডশিপ পাইপলাইন। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ভারত থেকে বাংলাদেশে যাওয়া পাইপলাইন নির্মানে খরচ হয়েছে ৩৭৭ কোটি টাকা। বাংলাদেশের দিকে পাইপ পাততে খরচ হয়েছে প্রায় ২৮৫ কোটি টাকা। ভারত সরকার থেকে এ আর্থিক সহায়তা বহন করা হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল বাংলাদেশে সরবরাহ করবে ভারত। প্রতি বছর ১০ লক্ষ মেট্রিক টন হাই স্পিড ডিজেল পরিবহণে সক্ষম এই পাইপলাইন। এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশের সাতটি জেলায় প্রাথমিকভাবে হাই-স্পিড ডিজেল সরবরাহ করবে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুরের মেঘনা পেট্রোলিয়াম ডিপো পর্যন্ত বিস্তৃত পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানির জন্য ২০১৭ সালে চুক্তি সই হয়। এত দিন ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানিতে রেলগাড়ি ব্যবহার হত।
Comments :0