পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু হয়েছে। গোডাউনে আটকে পড়ে আগুনে পুড়ে এই দু’জনের মৃত্যু হয়েছে।
রবিবার রাতে আগুন লাগে। দমকলের দশটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। একটিই মাত্র বেরবার পথ। আগুন লাগার পর মৃত দু’জন বেরতে না পেরে দগ্ধ হন। সোমবার সকালে ওই দু’জনের মৃতদেহ পাওয়া গেছে।
Pathuriaghata Fire
পাথুরিয়াঘাটায় আগুনে মৃত ২

×
Comments :0