খুনের মামলার আসামিকে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে পুলিশ কর্মীর উপর গুলি চালিয়ে চম্পট দিল আসামী। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে গোয়ালপোখর থানার ইকরচালা কালীবাড়ি এলাকায়। ঘটনায় দুইজন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন এএসআই নীলকান্ত সরকার ও কনস্টেবল দেবেন বৈশ্য। গুলি চলার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ওই দুই পুলিশ কর্মীকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এদিন করণদিঘী থানার একটি খুনের মামলার মোঃ সাজ্জাদ নামে এক আসামিকে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে নিয়ে যাচ্ছিলেন পুলিশকর্মীরা। ইকর চালা কালিবাড়ি এলাকায় ওই আসামী প্রস্রাব চেপেছে বলে পুলিশ কর্মীদের জানায়। তারপর ওই দুই পুলিশ কর্মীর উপর গুলি চলে। কে গুলি চালিয়েছে তা নিয়ে অন্ধকারে পুলিশ। ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার জবি থমাস বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Shootout at Islampur
ফের শুটআউট ইসলামপুরে, গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী
×
Comments :0