Dengue

শিলিগুড়িতে ডেঙ্গুতে মৃত ২২! মৃতের পরিবারের বাড়িতে অশোক ভট্টাচার্য

জেলা

Dengue Siliguri

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত যুবকের পরিবারের সাথে দেখা করলেন শিলিগুড়ি পৌরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ১৭ ন্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত যুবক বিশ্বজিৎ সরকারের বাড়িতে যান তিনি। পরিবারের সাথে কথা বলেন এবং আগামী দিনে যে কোন প্রয়োজনে সাধ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন। 
ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিলিগুড়িতে ফের অল্পবয়সী যুবকের মৃত্যুর ঘটনায় শিলিগুড়ি পৌর কর্পোরেশন এলাকা জুড়ে আতঙ্ক বাড়ছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়রের প্রতিবেশী মৃত যুবক বিশ্বজিৎ সরকার গত তিনদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। তাঁর শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে রবিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রক্ত পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। এরপরেই সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ ঘন্টা মৃত যুবকের প্লেটলেট চেক করা হয়নি। চিকিৎসায় গাফিলতির কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে। 
এদিন মৃত যুবকের পরিবারের সাথে দেখা করে বেরিয়ে আসার পর প্রাক্তন মেয়র অশোক ভট্টচার্য বলেন, মেয়রের ওয়ার্ডেই হোক বা যে কোন রাজনৈতিক দলের নেতার ওয়ার্ডেই হোক না কেন, যে কোন মৃত্যু দুঃখজনক। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডে কোন বস্তি নেই। অন্যান্য ওয়ার্ডের চাইতে পরিষ্কার পরিচ্ছন্ন। তিনি বলেন, যে সময় তৎপর হয়ে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার প্রয়োজন ছিলো সেই সময়কে অবহেলা করেছে কর্পোরেশনের বর্তমান বোর্ড। অভিজ্ঞতা থেকে বলছি বড় কোন বিষয় নয়, একেবারে নীচু স্তরে স্বাস্থ্য কর্মী, ওয়ার্ড কমিটি, কাউন্সিলারদের মধ্যে সমন্বয় রক্ষার মধ্যে দিয়ে ডেঙ্গু মোকাবিলা সম্ভব ছিলো। যা করা হয়নি। মেয়র সহ মেয়র পারিষদদের আরো তৎপরতার সাথে ডেঙ্গু মোকাবিলায় মাঠে ময়দানে নেমে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে এই সময়কালে। সাধারণ মানুষকে সচেতন করার মধ্যে দিয়েই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। ডেঙ্গুতে মৃত্যু ঠেকাতে সাধারণ মানুষের কাছেও আরো বেশী সচেতন হবার আবেদন জানান তিনি।
ভট্টাচার্য বলেন, এই মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যা করা সম্ভব সেই অনুযায়ী অর্থ সাহায্য করা হবে। মেয়রের প্রতিবেশী দুঃস্থ পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য মেয়রের কাছে আবেদন জানান তিনি। 
সূত্র অনুযায়ী, এই নিয়ে শিলিগুড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২ জন। আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। চলতি মরশুমের এই সময় পর্যন্ত শিলিগুড়ি পৌর কর্পোরেশন এলাকাতেও ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় চার সহস্রাধিক। উদ্বেগ বাড়ছে শহর জুড়ে। স্কুল কলেজগুলিতে কোন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ডেঙ্গুর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই অভিভাবকেরা তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।
 

Comments :0

Login to leave a comment