Chattishgarh

বিজাপুরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২২ মাওবাদী

জাতীয়

ছত্তিশগড়ের বিজাপুর এবং কাঙ্কেরে কেন্দ্রীয় বাহিনীর দুটি পৃথক অভিযানে নিহত হলেন ২২ জন মাওবাদী। পুলিশ সূত্রে খবর এদিন সকালে বিজাপুর দান্তেওয়াডা সীমান্তবর্তী জঙ্গলে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেই লড়াইয়ে মাওবাদীরদের ১৮ জন নিহত হন। একজন পুলিশ আধিকারিকও নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

বাস্তারের পুলিশ আধিকারিক পি সুন্দররাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন কাঙ্কের ও নারায়ণপুরের সীমান্তবর্তী গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন মাওবাদী নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানানো হয়েছে এদিন ১৭ জন মাওবাদী তাদের কাছে আত্মসম্পর্ন করেছেন। গতমাসে বিজাপুরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩১ জন মাওবাদী নিহত হন। এছাড়া ছালাপতি নামে শীর্ষ মাওবাদী নেতারও মৃত্যু ঘটে পুলিশের গুলিতে। 

Comments :0

Login to leave a comment