লখনউয়ের হজরতগঞ্জে ভেঙে পড়ল চারতলা বাড়ি। ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংস স্তুপের মধ্যে বহু মানুষ আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু হতা হতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে এসে উদ্ধারকার্য চালাচ্ছেন উদ্ধারকারীরা। এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে দিল্লি উত্তরপ্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। যদিও ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালে। পুলিশের প্রাথমিক ধারণা ভূমিকম্পের জেরেই দুর্বল হয়ে পড়েছিল বাড়িটি। যদিও তা যথেষ্ট প্রমান সাপেক্ষ বলে মত পুলিশের।
উত্তর প্রদেশের এই এলাকাটিতে বহু পুরণ বাড়ি রয়েছে। অধিকাংশই মুঘল শাষন কালের। ভারি বৃষ্টি হলেও বিপদ্জনক বাড়ি প্রায়ই ভেঙে পড়ে। তবে এই বাড়িটি কত পুরনো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক।
Comments :0