Pahalgam Attack

মেদিনীপুরের ৫৯ পর্যটক আটকে আছেন কাশ্মীরে

রাজ্য জেলা

উৎকণ্ঠায় পরিবার।

কাশ্মীর বেড়াতে গিয়ে আটকে মেদিনীপুরের ৫৯ জন পর্যটক! উদ্বিগ্নে পরিবার গুলি। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের গুলিতে কমপক্ষে ২৬ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন, বেশিরভাগই পর্যটক। পাহেলগাঁও সন্ত্রাসবাদী হালায় নিহত হয়েছেন রাজ্যের তিন বাসিন্দা, মৃতের নাম সমীর গুহ এবং মনীশ রঞ্জন মিশ্র এবং বিতান অধিকারী। বেহালা বৈশালী পার্কের বাসিন্দা। একজন বেহালার সখেরবাজার এলাকার বাসিন্দা। একজন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা। এটি ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর উপত্যকার সবচেয়ে ভয়াবহ হামলাগুলির মধ্যে একটি। গত ১১ এপ্রিল মেদিনীপুর থেকে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন ৫৯জন পর্যটক। হামলার ঘটনার পর থেকে সেখানেই আটকে রয়েছেন। মঙ্গলবার রাতেই কাশ্মীর থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের। সন্ত্রাসবাদী হামলার পর কাশ্মীরেই আটকে গিয়েছে ৫৯ জন যাত্রী নিয়ে পর্যটক বোঝাই বাস। ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন। উদ্বিগ্নে পরিবার গুলি। ক্রমশ উৎকণ্ঠা বাড়ছে মেদিনীপুর শহরের মিয়াবাজার, তালতলা এলাকায়। মঙ্গলবার বিকেলের পর থেকে অধিকাংশ পর্যটক এরই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ হয়নি বলে দাবি পরিবারের সদস্যদের। জেলা প্রসাশনের দ্বারস্থ হয়েছেন। বুধবার বিকালের পর টুর অপারেটর টিমের গাইডের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তিনি জানিয়েছেন, কাশ্মীরেই আটকে রয়েছেন তাঁরা। কতক্ষণে কাশ্মীর ছাড়তে পারবেন তারা তা এখনো পর্যন্ত জানেন না পর্যটকরা। মেদিনীপুরে পর্যটকদের আত্মীয়দের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। চোখের জল নিয়েই তাদের আশা দ্রুত বাড়ি ফিরে আসুক পরিবারের সদস্যরা।

Comments :0

Login to leave a comment