SC dismiss rename plea

নাম পরিবর্তন মামলায় বিজেপি নেতাকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

জাতীয়

বিজেপি সরকার কেন্দ্রে বা দেশের বিভিন্ন রাজ্যের ক্ষমতা দখলের পর যে কাজটি করে তা হল বিভিন্ন ঐতিহাসিক জায়গার নাম বদলে ফেলা। বিশেষ করো সেই স্থানের নাম যদি কোনও মুসলিম বা মুঘল সাম্রজ্যের সঙ্গে যুক্ত হয়। সম্প্রতি রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নামও পরিবর্তন করে হয়েছে অমৃত উদ্যান। নাম পরিবর্তণের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায়।

 
কেন্দ্রীয় সরকার যাতে ‘রিনেমিং কমিশন’ বা নাম পরিবর্তণের জন্য কমিশন স্থাপন করে তারও আবেদন করেন। তার আবেদন ছিল ‘দেশের বিভিন্ন স্থানের নাম রয়েছে যারা আমাদের দেশে রাজ্যত্ব করেছে তাদের নামে। সেই জায়গা বা স্থানের নাম পরিবর্তন করতে অনুমতি দেওয়া হোক। এবং প্রাচীনকালে সে জায়গা যে নামে পরিচিত ছিল সেই নামে পরিচিতি পাক। বিজেপি নেতার এই আবেদন সোমবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।


উল্টে আদালতের কাছে তীব্র ভর্ৎসিত হন অশ্বিনী কুমার। সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ ও বিভি নাগারত্ন বেঞ্চ এই জনস্বার্থ মামলার পেছনে মূল কি কারণ রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। আদালতের পর্যবেক্ষণ নাম পরিবর্তনের নামে অতীত ঘাটলে এমন কিছু তথ্য উঠে আসতে পারে যা দেশে নতুন করে অশান্তির পরিবেশ সৃষ্টি করবে। আদালত আরও বলে হিন্দু কোণো ধর্ম নয় বরং জীবন যাত্রার একটি ধরন, সুতরাং ভবিষ্যতের কথা ভেবে অতীত খুঁড়ে লাভ নেই যা অশান্তির কারণ হতে পারে।

Comments :0

Login to leave a comment