Aadhaar Biometric Fraud

আঙ্গুলের ছাপ নিয়ে প্রতারণা, ধৃত এক

জাতীয় রাজ্য খেলা জেলা কলকাতা আন্তর্জাতিক সম্পাদকীয় বিভাগ উত্তর সম্পাদকীয়​ বিশেষ বিভাগ ফিচার পাতা সম্পাদকের বাছাই ছোটদের বিভাগ সাহিত্যের পাতা পঞ্চায়েত ২০২৩ লোকসভা ২০২৪ ইউরো কাপ ২০২৪ অলিম্পিক্স ২০২৪

অন লাইনে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে এলাকার মানুষ আটকে রেখে বিক্ষোভ দেখায়। শনিবার বেলা ১০টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ১৬ নং ওয়ার্ডে ইছাপুর দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম আলিমুদ্দিন মল্লিক। বাড়ি চোটখন্ড এলকারা সিমলা গ্রামে। ওই ব্যক্তি ইছাপুর দক্ষিণ পাড়া নিবাসী হাফিজা বিবির অজান্তে তাঁর নামে অবৈধ ভাবে একটি গ্রাহক সেবা কেন্দ্রের পরিষেবা দিতে থাকে বিভিন্ন জায়গায়। প্রায় লক্ষাধিক টাকার লেনদেন করে নিজের পকেটে ঢোকায় বলে অভিযোগ। হাফিজা বিবি মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্র থেকে জানা যায়, ২১ নভেম্বর ২০২৪ তারিখে আলিমুদ্দিন মল্লিক ও ইছাপুরের বাসিন্দা সেখ সামিউদ্দিন দুজনেই তাঁকে ভুল বুঝিয়ে আধার কার্ড ঠিক করে দেওয়ার নাম করে প্রতারণা করেছে।

Comments :0

Login to leave a comment