TMC Violence

পঞ্চায়েত কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলীদের বিরুদ্ধে

জেলা

TMC Violence

মুর্শিদাবাদের ভগবানগোলায় গ্রাম পঞ্চায়েতে অফিসে ঢুকে পঞ্চায়েত কর্মচারীদের মারধর করল তৃণমূল কর্মীরা। অভিযোগ পঞ্চায়েত কর্মচারীকে হেলমেট তুলে মারের পর চলে কলার ধরে ঘুষি। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মারধরের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ফিরোজ হোসেন নামের এক যুবক চড়াও হন পঞ্চায়েত কর্মচারীদের উপর। ফিরোজ হোসেন নিজে তৃণমূল কংগ্রেস কর্মী এবং তৃণমূলের ভগবানগোলা দুই  পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী সোহেল রাণার ভাই। পঞ্চায়েত কর্মাধ্যক্ষের স্বামী সোহেল রাণাকেও দেখা যায় পঞ্চায়েত আধিকারিককে হেনস্থা করতে। সোমবার দুপুরে আখেরীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ এসিস্টেন্ট মোহাম্মদ রায়হান আলীকে ও পঞ্চায়েতের কর্মচারী তোজাম্মেল হক’কে  মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় পঞ্চায়েত থেকে   ফিরোজ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে রানিতলা থানার পুলিশ। ঘটনায় রানীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  
গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে এদিন ইনকাম সার্টিফিকেটে মনগড়া অঙ্ক লিখে আনেন ফিরোজ হোসেন নামের ওই যুবক। ইনকাম সার্টিফিকেটে কাউন্টার স্বাক্ষর করার আগে তথ্য যাচাই করতে চান পঞ্চায়েত আধিকারিকরা। এতেই বেজায় চটেন ওই যুবক। সাথে ছিল যুবকের পরিবার। সকলে মিলে একসাথে ঢুকে পড়েন পঞ্চায়েতের অফিসে। মারধর করা হয় দুই পঞ্চায়েত কর্মচারীকে। 
ফিরোজকে গ্রেপ্তার করেছে রানিতলা থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment