ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় রয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। ওই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে শীত পড়ার কোনও উপক্রম দেখা অবশ্য দেখা যাচ্ছে না। বাতাসে একটা শুকনো ভাব থাকলেও শীতের আমেজ পড়তে এখনো ঢের বাকি।
চলতি পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা শুষ্কই থাকবে। কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ার আবহাওয়ায় তেমন পরিবর্তনের দেখা মিলবে না। ওই সব জেলায় কোনও বৃষ্টির সম্ভাবনাও নেই। কবে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে তা এখনো বলতে পারছে না আলিপুর হাওয়া অফিস।
উত্তরবঙ্গের রবিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার ইঙ্গিত মিলেছে। এর মধ্যে দার্জিলিঙ, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ওইসব জেলাতেও তাপমাত্রার বড় ধরনের হেরফের হবে না। আগামী ৮ থেকে ১৩ নভেম্বর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আবহাওয়া শুষ্ক থাকার কথা বলা হলেও আগামী রবিবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।
আগামী সোমবার উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরের দুই পাহাড়ি জেলা দার্জিলিঙ ও কালিম্পঙে বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার, ১৩ তারিখ জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না। কলকাতায় তাপমাত্রা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নামার কোনও সম্ভাবনা থাকছে না। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩। রাতের তাপমাত্রা এই সময়ের গড় স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।
দিনের তাপমাত্রা থেকে রাতের তাপমাত্রাটাই বেশি করে ভাবাচ্ছে আবহবিদদের। কেননা এখনই কলকাতার তাপমাত্রায় বড় রকমের কোনও পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আবহবিদরা জানাচ্ছেন, দিনের তাপমাত্রা ১৩ নভেম্বর পর্যন্ত ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকার কথা। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ওই দিন পর্যন্ত। মাঝে দুই দিন ১২ ও ১৩ তারিখ সর্বনিম্ন পারদ ২৩ ডিগ্রির ঘরে যেতে পারে। নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা পরিবর্তনের একটা আশা রয়েছে।
Depression
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, নেই তাপমাত্রা কমার আশা
×
Comments :0