ফুটবলাররাই বদলাতে পারে ভারতীয় ফুটবলের অবস্থা। ফলে নিচু স্তর থেকে ফুটবলার তুলে আনা গুরুত্বপূর্ণ। শুক্রবার কলকাতায় সাংবাদিক সম্মেলন একথা বলেছেন ভারতীয় ফুটবলের অন্যতম কিংবদন্তী বাইচুঙ ভুটিয়া। 
এদিন ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এই সাংবাদিক সম্মেলনে বাইচুং কড়া সমালোচনা করেছেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবের নেত্বাধীন এআইএফএফ’র। বাইচুঙের সঙ্গে ছিলেন ভারতীয় ও বাংলা ফুটবলের প্রাক্তন দুই তারকা মেহেতাব হোসেন ও রহিম নবি। 
বাইচুঙ বলেন, 'ভারতীয় ফুটবলকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে পারে একমাত্র ফুটবলাররাই। তাই তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনাটা খুব জরুরি। প্রত্যেকটি রাজ্য ফুটবল সংস্থাকে অন্তত ৫০ লক্ষ টাকা করে দেওয়া উচিত ফুটবলার তুলে আনার জন্য। কিন্তু ৩ বছরে মাত্র ২৪ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। যার মধ্যে ১২ লক্ষ টাকা কর্তাদের বেতন বাবদ দেওয়া হয়। ১০ লক্ষ টাকা সমস্ত প্রতিযোগিতার জন্য। আর মাত্র ২ লক্ষ টাকা তলার স্তর থেকে খেলোয়াড় তৈরির জন্য। ' 
বাইচুঙ বলেন, ‘প্রত্যেকটি রাজ্যের ইউথ ডেভলপমেন্ট জন্য অর্থ আরো বাড়ানো প্রয়োজন। ইউথ ডেভলপমেন্টের জন্য বিদেশ থেকে অভিজ্ঞতা সম্পন্ন এক্সপার্টদের আনতে হবে । প্রত্যেকটি রাজ্যে ফুটবল সংস্থাকে দীর্ঘ সময়ের লিগ করতে হবে। যাতে রাজ্যের যে কোনো ছোট অ্যাকাডেমিও সুযোগ পায় সেই প্রতিযোগিতায়।’ 
চৌবের সমালোচনা করে তিনি বলেন, 'ভারতের সুপ্রিম কোর্ট ও পার্লামেন্টের মতোই ফেডারেশনের এক্সিকিউটিভ মিটিং ও বার্ষিক সাধারণ সভারও লাইভ স্ট্রিমিং হওয়া দরকার। কল্যাণের অধীনে শেষ ৩ বছরে প্রচুর অভিযোগ ও সমালোচনা হয়েছে, যা ভারতীয় ফুটবলের সন্মান নষ্ট করেছে।’ 
আই লিগের সমালোচনা করে তিনি বলেন, 'আজ পর্যন্ত আমরা কেউ জানি না যে কে চ্যাম্পিয়ন। সেই সময়তেই উচিত ছিল ব্যবস্থা নেওয়া। একটা দলকে ট্রফি দিয়ে বলা হচ্ছে তোমরা চ্যাম্পিয়ন নয়। ভারতীয় ফুটবল একটা সার্কাসে পরিণত হয়েছে।‘ 
বাগডোগরা তে নিজের একটি স্পোর্টস স্কুল খোলার পরিকল্পনার কথাও তিনি বলেন।
Bhaichung Bhutiya's Press Conference
তলার স্তর থেকে উঠছে না ফুটবলার, ফেডারেশনকে কড়া সমালোচনা বাইচুঙের
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0