শুক্রবার রাতে মেসির গোলে এফসি পোর্তোকে হারাল ইন্টার মায়ামি। ফ্রি কিক দর্শনীয় এবং জয়সূচক গোল করেন মেসি। গ্ৰুপ ' এ ' র দ্বিতীয় ম্যাচে মার্সেডিজ বেঞ্জ স্টেডিয়ামে আগেহোয়ার গোলে প্রথমে পিছিয়ে পড়েছিল মায়ামি। পেনাল্টি থেকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৪৭ টেলাস্কোর গোলে সমতা ফেরায় মেসিরা। ৫৪মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। যার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বক্সের বাইরে থেকে বাঁ পায়ে তার নেওয়া দুর্দান্ত ফ্রি কিকটি যেন মনে করাল ২০১২-র প্রাইম মেসির কথা। তার গোলেই এই প্রতিযোগিতায় প্রথম জয় পেল ইন্টার মায়ামি। ম্যাচের সেরাও নির্বাচিত হলেন লিওনেল মেসি। গ্ৰুপ ' বি ' -র দ্বিতীয় ম্যাচেই আসল অঘটনটা ঘটল। রোস বৌল স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেইনকে ১-০ গোলে হারিয়ে দিল ব্রাজিলের ক্লাব বোটাফোগো। ৩৬মিনিটে একটি প্রতিআক্রমণ থেকে পিএসজি গোলরক্ষক ডোনারুমাকে বোকা বানিয়ে তার ডান দিকের দূরহ কোণে বল জালে জড়ালেন ইগর জেসাস। গোটা ম্যাচেই প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলেই লুইস এনরিকের শক্তিশালী দলকে হারালো বোটাফোগো। স্যাভেরিনো , আর্থারদের আক্রমণের কোনো জবাবই ছিলোনা নুনো মেন্ডেজ , হাকিমিদের কাছে। মাঝমাঠেও ভিটিনহাকে একদমই খেলতে দেননি ফ্রেইটাস , আইল্যানরা। ক্লাব বিশ্বকাপে এটি এই বছরের প্রথম অঘটন। তবে আবারো একবার ইউরোপিয়ান ফুটবলের কঙ্কালসার চেহারাটাকে দেখিয়ে দিল দক্ষিণ আমেরিকার দল ।
শুক্রবার রাত ৯:৩০টায় গ্ৰুপ ' সি ' -র দ্বিতীয় ম্যাচে নামবে বেনফিকা ও অকল্যান্ড সিটি। রাত ১১:৩০টায় গ্ৰুপ ' ডি ' -র দ্বিতীয় ম্যাচে নামবে চেলসি ও ফ্ল্যামাঙ্গ । রাত ৩:৩০টেয় ( শনিবার ) গ্ৰুপ ' ডি ' -র অন্য ম্যাচে নামবে লস এঞ্জেলেস এফসি এবং ইএস টিউনিস । সকাল ৬:৩০টায় নামবে বোকা জুনিয়র্স ও বায়ার্ন মিউনিখ।
 
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0