Murder Engrejbazar

ইংরেজবাজারে আবার খুন, এবার নিহত টোটোচালক

জেলা

হাসপাতালের মর্গে টোটোচালকের পরিবারের পাশে টোটো অরপারেটর্স ইউনিয়নের নেতৃবৃন্দ।

পরপর তিন খুন ইংরেজবাজারে। মালদহের ইংরেজবাজারে এবার খুন টোটোচালক। অভিযোগ, ভাড়া নিয়ে গোলমালের জেরে এই হত্যাকাণ্ড। 
ধারালো অস্ত্র দিয়ে ওই টোটো চালককে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ইংরেজবাজার থানা এলাকায়। 
গত কয়েকদিনের মধ্যে এই নিয়ে তিনজনকে খুন করা হলো ইংরেজবাজারে।
জানা গেছে, মৃত টোটো চালকের নাম কাজল ঘোষ। তাঁর বাড়ি মালদহের ইংরেজবাজার থানার মহদিপুর অঞ্চলের রামকেলী বারদুয়ারি এলাকায়। 
প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও টোটো চালাতে বেরিয়েছিলেন। অভিযোগ, একদল যাত্রী ভাড়া দিতে অস্বীকার করেন। তা নিয়ে কথা কাটাকাটি হতে থাকে। পরিস্তিতি উত্তপত্ত হয়। এরপরই হামলা হয়। হাসপাতালে নিয়ে আসা হলেও মারা যান কাজল ঘোষ।
হাসপাতালের মর্গে যান মালদা জেলা ই-রিক্সা টোটো অপারেটর্স ইউনিয়নের জেলা সম্পাদক নিখিল দাস ও শ্রমিক নেতা মিন্টু চৌধুরী, অনুপম গুণ সহ নেতৃবৃন্দ।
পরিবারের পাশে থেকেছেন তাঁরা।  সিআিটিইউ নেতৃবৃন্দ বলেছেন, মালদহে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে ভয়াবহ মাত্রায়। যার জন্য টোটো শ্রমিককে প্রাণ দিতে হলো। আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তারি। 
সম্প্রতি খুন হন ইংরেজবাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে খুন। মঙ্গলবার জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই ঘটনার উল্লেখও করেন। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তার পরদিনই এই খুন ইংরেজবাজারেই। 

Comments :0

Login to leave a comment