ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, গায়ক অরিজিৎ সিং রইলেন পদ্ম প্রাপকদের তালিকায়। অর্থনীতিবিদ এবং সংবিধান বদলের সওয়ালকারী প্রয়াত বিবেক দেবরায়কে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয়েছে।
এবারও সাধারণতন্ত্র দিবসের আগের দিন পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়েছে।
২০২৪’র প্যারালিম্পিক গেমসের সোনাজয়ী হরবিন্দর সিং-কে নাম রয়েছে তালিকায়। অরিজিৎ সিং এবং আর অশ্বিনকে দেওয়া হয়েছে পদ্মশ্রী।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়ার স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেনানী লিবিয়া লোবো সরদেশাইকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। তিনি গোপন রেডিও স্টেশন ‘ভোজ দ্যা লিবারদাবে’ (স্বাধীনতার স্বর) চালাতেন সংগ্রামের সময়।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পক্ষে প্রকাশিত তালিকায় রয়েছে ঢাকবাদক পশ্চিমবঙ্গের গোকুল চন্দ্র দে-কে পদ্মশ্রী দেওয়া হয়েছে। তাঁর সম্পর্কে বলা হয়েছে যে এই শিল্পে নারীদের অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি। ১৫০ জন মহিলাকে প্রশিক্ষিত করেছেন ঢাকবাদ্যে। প্রচলিত ঢাকের তুলনায় কম ওজনের বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন। আন্তর্জাতিক স্তরে পণ্ডিত রবিশঙ্কর এবং জাকির হুসেনকে সঙ্গত করেছেন।
বন্যপ্রাণ গবেষক এবং মারাঠি লেখক মারুতি ভুজঙ্গরাওকে পদ্মসম্মান দেওয়া হয়েছে। পাখিদের ওপর সংক্ষিপ্ত একটি অভিধানেরও প্রকাশক তিনি।
তালিকায় নাম রয়েছে প্রবীণ অনকোলজিস্ট বিজয়লক্ষ্মী দেশমানের। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই চিকিৎসক দরিদ্র ক্যান্সার রোগীদের বিনা পারিশ্রমিকে চিকিৎসা করে থাকেন।
Padma Awards 2024
অরিজিৎ সিং, অশ্বিন, ঢাকবাদক গোকুল দে পদ্মপ্রাপকের তালিকায়
×
Comments :0