মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রূপো জিতল ভারত। অন্যদিকে, সেনা সদস্য অর্জুন লাল জাট এবং অরবিন্দ পুরুষদের লাইটওয়েট ডবল স্কালসে রূপো জিতেছে। এর পরে ভারত আরও একাধিক মেডেল জিতেছে। রোয়িংয়ে ভারত আরও একটি রূপো ও একটি ব্রোঞ্জ জিতেছে। দিনের পঞ্চম পদকটি শুটিং থেকে জেতে ভারত। এছাড়াও, ভারতীয় মহিলা ক্রিকেট দলও সেমিফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে রূপো নিশ্চিত করেছে।
অন্যদিকে, এশিয়ান গেমসের (Asian Games) শুরুতেই উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারতীয় হকি দল(Indian Hockey Team)। প্রথম ম্যাচেই ১৬টি গোল দিয়ে বিপক্ষকে গুঁড়িয়ে দিলেন ললিত কুমাররা। রবিবার সকালে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে শুরু থেকেই ভারতীয় দল আক্রমণে ঝড় তোলে। ম্যাচে হ্যাটট্রিক করেন ভারতীয় দলের তিন তারকা। তবে বেশ কয়েকটি সুযোগও নষ্ট করেছেন মনপ্রীত সিংরা।
Comments :0