ভারত ও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল দু’টি মধ্যে ব্যবধান বিশাল। এতটা বিশাল বোধহয় দু’দেশের মধ্যে দূরত্বও নয়। তৃতীয় ম্যাচে ৮ উইকেটে জয়ের মাধ্যমে ভারত ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে। যদিও এখনও দুটি ম্যাচ বাকি।
এখনও পর্যন্ত সিরিজের তিনটি ম্যাচ একই ছকে এগিয়েছে। টসে জিতে ভারত শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠিয়েছে। শ্রীলঙ্কার ব্যাটাররা কোনও ম্যাচেই রানের গতি বাড়াতে পারেনি। তাদের রান সাধারণত ১৩০-এর মধ্যে আটকে থেকেছে। ভারত সহজেই অনেক ওভার হাতে রেখেই টপকে গেছে। বিশেষ করে মনে রাখতে হবে, ভারত এই সিরিজে তিনটি ব্যাপার কখনই করেনি। তারা ৩টির বেশি উইকেট হারায়নি। ১৪.৪ ওভারের বেশি খেলেনি আর ১২৯ রানের বেশি লক্ষ্য পায়নি।
শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর কাছে টস জেতা বড় চ্যালেঞ্জ। ভারতকে আগে ব্যাট করতে পাঠানোই হয়তো একমাত্র ভিন্ন কৌশল হতে পারে। ভারতের ব্যাটিং গভীরতা খুবই বিশাল। স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, জেমিমা রড্রিগেস, হরমনপ্রীত কৌর ও রিচা ঘোষদের ব্যাটিং দলের শক্তি। দীপ্তি শর্মাকে ব্যাট করতেই নামতে হয়নি। তিনি টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার দ্বারপ্রান্তে। বল হাতে রেণুকা সিংও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। তবে স্মৃতি মান্ধানার ফর্মে ফেরাই সবথেকে বড় লক্ষ্য।
শ্রীলঙ্কাকে এই দাপুটে ভারতীয় দলের বিপক্ষে লড়াইয়ে টিকে থাকতে হলে তাদের আরও অনেক উন্নতি দরকার।
Smriti Mandhana
স্মৃতির ফর্মে ফেরাই লক্ষ্য
×
Comments :0