একের পর এক বৈঠক হচ্ছে। কিন্তু সমাধান সূত্র বেরোচ্ছে না। দেশের শীর্ষ লিগের দিনক্ষণ ঠিক করা যাচ্ছে না। বছর শেষ হতে চলল। ভারতের শীর্ষ লিগ কবে শুরু হবে? তা ঠিক করতে এখনও অবধি ব্যর্থ কল্যাণ চৌবের কমিটি। বুধবার ক্লাব জোটের সঙ্গ ফেডারেশনের কমিটির বৈঠক ছিল দিল্লির ফুটবল হাউসে। সেই বৈঠকে আলোচনাই কীভাবে লিগ শুরু করা যেতে পারে? কোন ফরম্যাটে লিগ আয়োজিত হবে এবার? কবে শুরু হবে লিগ? দীর্ঘ বৈঠকের পরও ঠিক হয়নি।
ফেডারেশনের তিন সদস্যের লিগ কমিটি দুই ফরম্যাটে আইএসএল আয়োজন করার একটি প্রস্তাব রেখেছিল ক্লাবগুলির সামনে। একটি ফরম্যাট হলো— প্রতিটা দল লিগ পর্যায়ে ১৯ টি করে ম্যাচ খেলবে রাউন্ড রবিন লিগে। তারপর সেমিফাইনাল ও মিলিয়ে ২১ টি। আরেকটি ফরম্যাট হলো— সিঙ্গল লিগ ফরম্যাট। ১৪ টি দল ১৩ টি করে হোম-অ্যাওয়ের ভিত্তিতে খেলা হবে। পুরো প্রতিযোগিতায় ৯১ টি ম্যাচ হবে। শেষ অবধি, পয়েন্ট তালিকায় যে দল শীর্ষে থাকবে, তারাই চ্যাম্পিয়ন হবে। ফরম্যাট নিয়ে শুধু আলোচনাই হয়েছে, কোনও পক্ষই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। ফের ২৬ ডিসেম্বর আবার বৈঠক হবে। সেখানেও আলোচনা চলবে। ২ জানুয়ারি ফেডারেশন প্রস্তাব নিয়ে যাবে ক্রীড়া মন্ত্রকের কাছে। তারপর ৫ জানুয়ারি লিগ চালু করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। যা পরিস্থিতি তাতে কোনোভাবেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের আগেই দেশের শীর্ষ লিগ শুরু করার সম্ভব নয়।
ফেডারেশনের কাছে ক্লাবগুলি জানিয়ে দিয়েছে, লিগ শুরুর দিনক্ষণ না ঠিক হলে, খেলা সম্প্রচার করার মতো কাউকেই পাওয়া যাবে না। লাভের বেশিরভাগ অংশ ক্লাবগুলি পাবে এবং ম্যাচ আয়োজনের ক্ষেত্রে খরচ বহন করতে হবে ক্লাবগুলিকে— স্পষ্ট জানিয়ে দিয়েছে ফেডারেশন।
অন্যদিকে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (টু) শেষ হোম ম্যাচে প্রতিবাদ মুখর এফসি গোয়া। অভিনব ভাবে ভারতীয় ফুটবলের অচলাবস্থার প্রতিবাদ জানালো গোয়ার ফুটবলাররা। কয়েক সেকেন্ডের জন্য খেলা থামিয়ে দেন তাঁরা। যদিও ম্যাচটি গোয়া এগিয়ে গিয়ে হেরে যায়। ড্রাজিকের গোলে ম্যাচের আট মিনিটে এগিয়ে যায় গোয়া। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দু’গোল করে ম্যাচ বের করে নেয় ইস্তিকোল।
ALL INDIA FOOTBALL FEDERATION
দিনক্ষণ ঠিক করার বদলে চলছে শুধু দু’পক্ষের বৈঠক
×
Comments :0