Putin Residence Attacked

পুতিনের বাসভবনে হামলা, ইউক্রেনকে হুঁশিয়ারি রাশিয়ার, উদ্বেগ মোদীর

আন্তর্জাতিক

রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ।

রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলার কড়া জবাব দেবে রাশিয়া। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা এই মর্মে হুঁশিয়ারি দিয়েছেন। 
রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘‘২৮ ডিসেম্বর মধ্যরাতে কিয়েভের সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে রাশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন এলাকা নভগোরোদে।’’ লাভরভ জানিয়েছেন দূরপাল্লার লক্ষ্যে আঘাতে সক্ষম চালকবিহীন আকাশযান ব্যবহার করেছে কিয়েভ।
আন্তর্জাতিক স্তরে আমেরিকা এবং পশ্চিমী মদতে চলা ইউক্রেনকে ঘিরে এই অভিযোগের প্রতিক্রিয়া পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘গভীর উদ্বেগ’ জানিয়েছেন ঘটনাক্রমে। তিনি দু’দেশের সম্পর্কে উত্তেজনা কমানোর আবেদন জানিয়েছেন। 
এদিকে আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন ‘শান্তিচুক্তি’ নিয়ে আলোচনায় বসেছিলেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা হয়। 
এদিকে মস্কোয় জাখারোভা বলেছেন যে সামরিক হামলার জবাব কূটনীতির রাস্তায় দেওয়া হবে না। রাশিয়ার পক্ষে যা করণীয় তা করা হবে। 
লাভরভ বলেছেন, চালকহীন আকাশযান বা ‘উইএভি’ পাঠানো হয়েছিল বহু। তার মধ্যে ৯১টি ইউএভি মাঝপথে ধ্বংস করা হয়েছে। তিনি বলেছেন, ‘‘আমেরিকার সঙ্গে ইউক্রেনের আলোচনা প্রক্রিয়ার কারণে রাশিয়া প্রশমনের অবস্থান নিয়ে চলছিল। তবে রাষ্ট্রপতির বাসভবন লক্ষ্য করে এই হামলার পর অবস্থানে পরিবর্তন হবে।’’
রাশিয়ার সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘ইউক্রেনের কোন কোন লক্ষ্যবস্তুতে জবাবী হামলা হবে তা ঠিক করছে রাশিয়ার সেনাবাহিনী।’

Comments :0

Login to leave a comment