অসমের শিলচরে ১৬ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ, অ্যাসিড হামলার হুমকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ব্ল্যাকমেইল করার এক ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত ১৯ বছর বয়সী যুবক বর্তমানে পলাতক। পুলিশ অভিযুক্তের বাবাকে গ্রেপ্তার করেছে এবং মূল অপরাধীর খোঁজে তল্লাশি চালাচ্ছে।
নাবালিকার পরিবারের অভিযোগ অনুযায়ী, বছর খানেক আগে অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে প্রেমের প্রস্তাব দেয় এবং তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, এরপর থেকেই অভিযুক্ত যুবক মেয়েটিকে শারীরিক সম্পর্কের জন্য লাগাতার চাপ দিতে থাকে। নাবালিকাটি তাতে রাজি না হওয়ায় তাকে অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয় এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখানো হয়।
এফআইআর অনুযায়ী, ঘটনাটি কেবল শারীরিক নিগ্রহের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অভিযুক্ত যুবক একদিন নাবালিকা যখন বাড়িতে একা ছিল, তখন জোরপূর্বক তার ঘরে ঢুকে পড়ে এবং কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ও ছবি তুলে নেয়। পরবর্তীতে সেই ছবি ও ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করা শুরু হয়।
অভিযুক্ত যুবক কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মেয়েটির আপত্তিকর বিকৃত ছবি তৈরি করে। এরপর নাবালিকার নামে জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে সেই ছবিগুলো ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
লাগাতার হুমকি এবং অপমানের ফলে মানসিক ভাবে ভেঙে পড়ে ওই স্কুল ছাত্রী। তীব্র আতঙ্ক ও ট্রমার কারণে সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে সে। গত ১৫ ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
শিলচর পুলিশ এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, তোলাবাজি, ভীতি প্রদর্শন, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে। মূল অভিযুক্ত পলাতক থাকলেও তার বাবাকে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে।
Assam
শিলচরে নাবালিকাকে ধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকি
×
Comments :0