Attack on Migrant Workers

শাঁখের করাত

সম্পাদকীয় বিভাগ

নিহত শ্রমিকের পরিবার।

শাঁখের করাত পেটের দায়ে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের লাশ হয়ে ফেরার আর একটি ঘটনা ঘটল। এবার প্রতিবেশী রাজ্য ওডিশায়। মুর্শিদাবাদের সুতি থানার যুবক জুয়েল রানা এ রাজ্যেরই অন্যান্যদের সঙ্গে কাজ করতে গিয়েছিল ওডিশার সম্বলপুরে। এক জায়গায় পাশাপাশি দু’টি ঘরের একটি ঘরে থাকত জুয়েল, আকিউর ও পলাশ। পাশের ঘরে পল্টু শেখ সহ ৪ জন। সন্ধ্যা নামার পর উগ্র হিন্দুত্ববাদী চার-পাঁচজন গুন্ডার এক বাহিনী জুয়েলদের ঘরে ঢুকে পড়ে তাদের বাংলাদেশি বাংলাদেশি বলে বেধড়ক মারধর শুরু করে। শক্ত কাঠের লাঠি, বাঁশ দিয়ে এমন নৃশংসভাবে মারতে থাকে যে ঘটনাস্থলেই মৃত্যু হয় জুয়েলের। বাকি দু’জন কোনোভাবে প্রাণে বাঁচলেও ভাঙা হাত নিয়ে হাসপাতালে।
মোদী জমানায় গত কয়েক বছর ধরে বিভিন্ন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে বর্বর অত্যাচার, নির্যাতন চলছে, এমনকি পিটিয়ে মেরে ফেলা হচ্ছে তারই সর্বশেষ সংযোজন ওডিশার এই ঘটনা। তাৎপর্যপূর্ণভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলায় কথা বলার জন্য, লুঙ্গি-টুপি পরার জন্য বাংলাদেশি তকমা দিয়ে পেটানো, অপমান করা, অত্যাচার করা, পিটিয়ে হাড়গোড় ভেঙে পঙ্গু করে দেওয়া, এমনকি প্রাণে মেরে ফেলার ঘটনাগুলি প্রধানত ঘটছে নরেন্দ্র মোদীর প্রিয় ডাবল ইঞ্জিনের রাজ্যগুলিতে। বিজেপি শাস্তি রাজ্যে পুলিশ বাঙালি পরিযায়ী শ্রমিকদের নানাভাবে হয়রান করছে, যখন তখন তুলে নিয়ে আটকে রাখছে। এমনকি বাংলাদেশি বলে সীমান্তের ওপারে জোর করে পাঠিয়ে দিচ্ছে। দিল্লি, উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানায় প্রতিনিয়ত এই ঘটনা ঘটে চলেছে। ওডিশায় বিজেপি ক্ষমতায় আসার পর সেই তালিকায় যুক্ত হয়েছে ওডিশার নামও।
বিজেপি’র ধর্মান্ধ উগ্রজাতীয়তাবাদী ধারণায় বাংলাদেশি বিদ্বেষ ও ঘৃণা অতি প্রবল। বাংলাদেশি বলতে তারা বাংলা ভাষায় কথা বলা মানুষকেই প্রাথমিকভাবে চিহ্নিত করে এবং তাদের বিরুদ্ধে আক্রমণ তীব্র করে। তেমনি বাংলাদেশি বলতে তারা মুসলিমদের চিহ্নিত করে। অতএব বাংলা ভাষায় কথা বলে এবং মুসলিম হলেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাই আক্রান্ত হচ্ছেন ভারতীয় বাঙালি মুসলিমরা। বিভাজনের রাজনীতিকে তীব্র করতে মুসলিম বিদ্বেষ তাদের হাতিয়ার। তাই রাজ্যে রাজ্যে বাংলাদেশি বলে বাংলার পরিযায়ীদের উপর হামলা চালিয়ে ধর্মীয় ও সাম্প্রদায়িক মেরুকরণের অভিযান চালানো হচ্ছে।
ধর্মান্ধ হিন্দুত্ববাদী‍‌রা তাদের রাজনৈতিক প্রকল্পের অংশ হিসাবে বাংলাভাষী বাংলার পরিযায়ীদের উপর হামলা করছে, খুন করছে। ফলে পরিযায়ীদের জীবন কার্যত বিপন্ন। বাইরে কাজ করতে গিয়ে তারা চরম অবমাননা, অবজ্ঞা, ভয়ে দিন কাটায়। দেশের নাগরিক হয়েও তাদের কোনও মর্যাদা নেই, সম্মান নেই। অথচ বাইরে কাজ করতে যাওয়া ছাড়া তাদের বিকল্প কোনও পথ নেই। রাজ্যে তৃণমূল শাসনে কাজের বাজারে কার্যত শ্মশান তৈরি হয়েছে। ঘরে ঘরে কর্মহীন বেকার। যে কাজ জোটে তাদের নিজের পেটই চলে না। তাই বাধ্য হয়ে তারা যায় অন্য রাজ্যে। সেখানে যন্ত্রণা সহ্য করে কিছু রোজগার করে বাড়ি পাঠায়। সেই টাকায় চলে সংসার। এখন যে হারে পরিযায়ীরা আক্রান্ত হচ্ছে তাতে আগামীদিনে ঘরে বসে না খেয়ে মরা ছাড়া উপায় থাকবে না। তৃণমূল তাদের রুজির ব্যবস্থা করতে পারছে না। বিজেপি তাদের অন্য রাজ্যে রোজগারে বাধা দিচ্ছে। এই অবস্থায় অসহায় মানুষের লড়াই ছাড়া বিকল্প নেই। লড়াই করেই দুই শক্তিকে পরাজিত করতে হবে।

Comments :0

Login to leave a comment