Madrasa

মাদ্রাসা শিক্ষকদের কালিঘাট অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা, গ্রেপ্তার একাধিক

রাজ্য কলকাতা

শিশু শিক্ষা ২০০৯ আইন মানছে না বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যের ২৩৫টি আন-এডেড মাদ্রাসাকে এডেড করবে সরকার। সেই মতো বাজেটে তার ঘোষনাও করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত সেই আন-এডেড মাদ্রাসা গুলোকে এডেড করেনি সরকার। এডেড করার দাবিতে ১৩ দিন ধরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সল্টলেক সিটি সেন্টার ১ মেট্রোর পাশে অবস্থান চালিয়ে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আন এডেড মাদ্রাসা ঐক্য মঞ্চ। ২০২১ সালের মুখ্যমন্ত্রী ঘোষনা করেছিলেন সব আন-এডেড মাদ্রাসাকে এডেড করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ করা হয়নি।
মঙ্গলবার এই সংগঠনের পক্ষ থেকে কালিঘাট অভিযানের ডাক দেওয়া হয়। আন্দোলনরত মাদ্রাসা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে বেরোলেই তাদের গ্রেপ্তার করতে শুরু করে পুলিশ। মাটিতে ফেলে লাথি মারার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। একজন মহিলা আন্দোলনকারি গুরুত্বর ভাবে আহত হয়েছেন। 
আন্দোলনকারিদের দাবি ১৩ বছর ধরে বেতন পাচ্ছেন না তারা। পড়ুয়াদের বিনামূল্যে শিক্ষা এবং মিড ডে মিলের দাবিও তোলা হয়েছে আন্দোলনকারিদের পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment