Turkey Hotel Fire

তুরস্কের হোটেলে অগ্নিকান্ডে মৃত ৬৬

আন্তর্জাতিক

ভয়াবহ আগুন তুরস্কের একটি রিসর্টে। পর্যটক ভর্তি ওই রিসর্টে আগুন লাগতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। মঙ্গলবার তুরস্কে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫১ জনেরও বেশি মানুষ। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে এই আগুন ছড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। 
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ  ১১ তলা হোটেলের চতুর্থ তলায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন উদ্ধারকারীরা। দমকলকর্মীরা আগুন নেভানোর জন্য কাজ করছেন। এই ঘটনায় প্রথমে ৩২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আরও ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও প্রর্যন্ত আগুন লাগার ঘটনায় আহত হয়েছেন ৫১ জন। প্রাণ হারিয়েছেন ৬৬ জন। আগুন লাগার কারণ খুঁজতে তদন্তের কথাও বলেছেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে ওই হোটেল থেকে ঝাঁপ দেওয়ার পর দুজন মারা যান। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ জন অতিথি ছিলেন।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, তুরস্কের স্কি রিসর্টটি ছিল ১২ তলা, কাঠের তৈরি।  স্থানীয় সময় ভোর ৩ টা ২৭ মিনিট নাগাদ আগুন লাগে। আগুন দ্রুত ছড়ি পড়ে। আগুন লাগতেই রিসর্টে থাকা ২৩৪ জন আতঙ্কে চিৎকার শুরু করতে থাকেন। কেউ দড়ি ব্যবহার করে নামার চেষ্টা করেতে থাকেন। কেই জানালা থেকে বিছানার চাদর ঝুলিয়ে লাফ দেওয়ার চেষ্টা করে। তাতে মৃত্যু হয়েছে দুই জনের। ওই রিসর্টে থাকা ২৩৪ জনের মধ্যে ৬৬ জনের মৃত্যু হয়েছে আগুন ঝলসে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রক অগ্নিকাণ্ডের পরের কয়েক ঘন্টার মধ্যে নিহতের সংখ্যা ১০ জানিয়ে ছিল। পরে সেই সংখ্যাটা ৬৬ হয়েছে বলে জানিয়েছে। বলা হয়েছে, হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়ে কমপক্ষে দুইজন মারা গেছেন।

Comments :0

Login to leave a comment