ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে হরিয়ানার বিজেপি সভাপতির বিরুদ্ধে। হিমাচল প্রদেশ পুলিশ দলবেঁধে ধর্ষণের অভিযোগে দায়ের করেছে মামলা। দল বেঁধে ধর্ষণের সঙ্গে মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে পুলিশ।
হরিয়ানার বিজেপি সভাপতি মোহন লাল বাদোলির সঙ্গে এই ঘটনায় অভিযুক্ত রকি মিত্তল। এই মিত্তল বিজেপি’র প্রচার বিভাগে যুক্ত থাকলেও পড়ে যোগ দেন কংগ্রেসে। হরিয়ানভি গায়ক মিত্তল নিজেই দাবি করেছেন যে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে বহু গান গেয়েছেন তিনি।
হিমাচল প্রদেশের পুলিশের অভিযোগ, ২০২৩’র ৩ জুলাই কসৌলিতে ধর্ষণ করা হয়। গত বছরের ডিসেম্বরে দায়ের হয়েছে এফআইআর। পুলিশ জানিয়েছে দিল্লির বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে মামলা। ওই মহিলার অভিযোগ কসৌলিতে বেড়াতে গিয়ে এই ঘটনার শিকার হন তিনি।
বাদোলি এবং মিত্তল, দু’জনেরই দাবি যে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। হিমাচলের কংগ্রেস সরকারের পুলিশ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ফাঁসাতে চাইছে।
বাদোলিকে হরিয়ানার বিজেপি সভাপতি করা হয় ২০২৪’র লোকসভা ভোটের পর। লোকসভায় বিজেপি’র আসন পাঁচ বছর আগের তুলনায় অর্ধেক হয়ে গিয়েছিল। নয়াব সিং সাইনিকে তার আগে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। সাইনির জায়গায় রাজ্য সভাপতির দায়িত্ব নেন বাদোলি। হরিয়ানায় বিজেপি’র ‘ব্রাহ্মণ মুখ’ বলে পরিচিত তিনি। দীর্ঘদিনে আরএসএস কর্মী তিনি।
HARYANA BJP PRESIDENT RAPE
ধর্ষণের অভিযোগ হরিয়ানার বিজেপি সভাপতির বিরুদ্ধে
×
Comments :0