BOOK — SUBINAY MISHRA — Ho Chi Minh — MUKTADHARA — 7 OCTOBER 2025, 3rd YEAR

বই — সুবিনয় মিশ্র — প্রাণের মানুষ হো — মুক্তধারা — ৭ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

BOOK  SUBINAY MISHRA  Ho Chi Minh  MUKTADHARA  7 OCTOBER 2025 3rd YEAR

বইমুক্তধারা 

 

প্রাণের মানুষ হো 

সুবিনয় মিশ্র

১৬ সেপ্টম্বর ২০২৫, বর্ষ ৩

 


গানে কবিতায় স্লোগানে আজও  সমগ্র বিশ্বের লড়াইয়ের ময়দানে বেঁচে রয়েছেন সংগ্রামী হো চি মিন। বিদ্রোহ বিপ্লবের প্রতীক চাচা হো ছিলেন  প্রকৃত অর্থেই একজন মার্কসবাদী। বিশ্ববাসী আজও তাঁর কাছ থেকে প্রেরণা সংগ্রহ করেন। তাঁকে সামনে রেখে আজও জীবন জয়ের গান গায় শ্রমজীবী মানুষ। তবে তাঁর সম্পর্কে প্রায়ই একথা বলা হয়ে থাকে যে তিনি মার্কসীয় তত্ত্বকথায় তেমন দর নন, তাই তেমন কিছু লিখে রেখে যেতে পারেননি। কিন্তু একথা সঙ্কীর্ণতাদোষে দুষ্ট।   আসলে হো চি মিন-এর কাছে ভিয়েতনাম বিপ্লবের প্রকৃতি নিয়ে একটি বড় তাত্ত্বিক গ্রন্থ তৈরি করার সময় ছিল না, তবুও তিনি যে পাঠ্যগুলি রেখে গেছেন তাতেই বোঝা যায়  যে কত বড় তাত্ত্বিক নেতা তিনি ছিলেন এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জয়লাভ এবং ভিয়েতনামে সমাজতন্ত্র গঠনের প্রক্রিয়ায় কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টিকে কিভাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা তার রচনার সামান্য অংশ সংগৃহীত হয়েছে এই গ্রন্থে— যা হো চি মিন সম্পর্কে আমাদের জানা-বোঝাকে আরও  স্পষ্ট ও সমৃদ্ধ করে। 
 

Selected Ho Chi Minh
Edited by Vijay Prashad .LeftWord Books, New Delhi, 2022.Rs. 550/-

 

Comments :0

Login to leave a comment