BOOK TOPIC | AML KAR | MITHAI | NATUNPATA | 2025 MARCH 12

বইকথা | অমল কর | ইন্টারনেট পারেনি শিশু-কিশোরদের শৈশব -কৈশোরের বই পড়ার নতুন নতুন ভাবনা আর সোনালি স্বপ্ন কেড়ে নিতে | নতুনপাতা | ২০২৫ মার্চ ১২

ছোটদের বিভাগ

BOOK TOPIC  AML KAR  MITHAI  NATUNPATA   2025 MARCH 12

বইকথা | নতুনপাতা

ইন্টারনেট পারেনি শিশু-কিশোরদের শৈশব -কৈশোরের বই পড়ার নতুন নতুন ভাবনা আর সোনালি স্বপ্ন কেড়ে নিতে 

অমল কর


                                                      
     নেটওয়ার্ক আর সোস্যাল মিডিয়ার বহুপ্রসূ চিত্তাকর্ষক রোমহর্ষক বৈশিষ্ট্যের মোহে প্রলুব্ধ না-হয়ে, তার বৈশ্বিক অনস্বীকার্য মোহময় হাতছানি আর বেড়ি ডিঙিয়ে, শিশু -কিশোরদের মনোরঞ্জন আর চিত্তের ঐশ্বর্য বৃদ্ধিতে ছোটোপত্রিকা বা লিটল ম্যাগাজিন দেশজুড়ে রাজ্যজুড়ে তার নিজস্বতার চ্যালেঞ্জ নিয়ে আজও আকাশচুম্বী জনপ্রিয়তা আর অহংকারে ভাবনা আবেগ আনন্দ আর বৈশিষ্ট্য নিয়ে অনবদ্য দীপ্য দীপ্র দীপ্তির প্রখরতায় একবগ্গা প্রকাশিত হয়ে চলেছে।
শিশু -কিশোরদের শতাধিক ছোটোপত্রিকার চারণভূমিতে নদিয়ার বগুলা থেকে  সঞ্চিতা দে-র সুপটু হাতে সুচারু সম্পাদনায় প্রকাশিত যুক্তাক্ষর বর্জিত "মিঠাই" পত্রিকার দ্বিতীয় সংখ্যাটি বড়োরা__ভবানীপ্রসাদ মজুমদার, দীপ মুখোপাধ্যায়,চন্দন নাথ,
রতনতনু ঘাঁটি, প্রদীপ আচার্য, উৎপলকুমার ধারা ,নির্মল করণ, শ্যামাপ্রসাদ ঘোষ , আনসার উল হক,গোবিন্দ মোদক, বিপুলকুমার ঘোষ, রুমা মণ্ডল প্রমুখ যেমন শিশুমন নিয়ে বিচিত্র সব কবিতা ছড়া গল্প প্রবন্ধ নিবন্ধ লিখেছেন ,  মনোজগতের নিজস্ব ভাবনা মনন মেধা ঐশ্বর্য আর সৌকর্যে খুদেরাও নিজেদের মেলে ধরেছে কবিতা ছড়া অণুগল্প নিবন্ধ সন্দর্ভ ভ্রবণকাহিনি আঁকিবুঁকি ইত্যাকার সম্ভার নিয়ে_মন ছুঁয়েছে যাদের সম্ভাবনাময় বৈচিত্র্যে_বিপাশা
মজুমদার, সুবর্ণা মুখোপাধ্যায় ,
অদিত্রী দাস, পৌলমী বিশ্বাস,
ইমন ঘোষ,অভিজ্ঞান সাহা, 
সুমিতা চৌধুরী, শর্মিলা ঘোষ,
হিমবন্ত দত্ত গৌরী মণ্ডল প্রমুখ। 'শব্দছক' পত্রিকার বিশেষ আকর্ষণ। সঞ্চিতা দে-র নান্দনিক প্রচ্ছদ ভাবনায় ১৩২ পৃষ্ঠার পত্রিকাটি সুখপাঠ্য। বাকি রহস্য জানতে হলে পত্রিকাটা নীচের ঠিকানায় থেকে সংগ্ৰহ করে নিবিড় 
পড়তে হবে।

"মিঠাই"
সম্পাদক:সঞ্চিতা দে,
বগুলা কলেজপাড়া (আসরপাড়া)
নদিয়া।
ফোন:৬২৯৭৯৬৪০৫৫।

Comments :0

Login to leave a comment