বইকথা | নতুনপাতা
ইজরায়েলে উদ্বাস্তু ইহুদি
সুবিনয় মিশ্র
বিশ্বসভ্যতার বিকাশে ইহুদিদের অবদান অপরিসীম। চার হাজার বছরের পুরানো তাদের ইতিহাস। সেই ইহুদিদেরই স্বভূমি প্যালেস্তাইন থেকে রোমানরা তাদের তাড়িয়ে দিয়েছিল। পরেও বার বার আক্রান্ত হয়েছে ইহুদিরা। ইহুদিরাই একমাত্র জাতি যারা বহু সংখ্যায় উদ্বাস্তু হয়ে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছিল। পরে নতুন ইহুদি রাষ্ট্র ইজরায়েল গড়ে উঠলেও সেই নামের সঙ্গে জড়িয়ে রইল গাজা, ওয়েস্ট ব্যাংকে আরবদের সঙ্গে যুদ্ধ, রক্তক্ষয় ও মৃত্যুর বিভীষিকা। অথচ সেই দেশেই রয়েছে অনেকটা সমাজতান্ত্রিক ধাঁচে গড়া কিবুৎস নামে একাধিক শান্তির নীড়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ভিন্ন ভাষার ইহুদি উদ্বাস্তু একই আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠা করেছে এক উন্নতমানের সমাজ। আর কি আশ্চর্য, জলের অভাবও মেটাচ্ছে তারা সমুদ্রের জলকে মরুভূমিতে লবণমুক্ত করে। উৎপাদন করছে কৃষিজ দ্রব্য। কিবুৎস কেবল উদ্বাস্তু বসতি নয়, এটি একটি আন্দোলনও। লেখক নিজেও এই মরুভূমির উদ্বাস্তু ইহুদিদের কিবুৎসে দিন কাটিয়েছেন। পরে সেই অভিজ্ঞতা থেকে ইজরায়েল রাষ্ট্রের ইতিহাসসহ ১১টি অধ্যায়ের বিন্যাসে লিখেছেন এই বই।
ইজরায়েল এবং কিবুৎস আন্দোলন
দিলীপ মুখার্জি। রুপালী। ২০৬ বিধান সরণি, কলকাতা-৭০০ ০০৬। ১৬০ টাকা।
Comments :0