Modi Oath Ceremony

মোদীর শপথ গ্রহণে উপস্থিত হবেন শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

জাতীয় লোকসভা ২০২৪

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিদেশি নেতাদের মধ্যে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াচুকও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জগন্নাথকেও আমন্ত্রণ জানানো হতে পারে।
সূত্রের খবর, ৮ জুন রাত ৮টায় শপথ নিতে পারেন মোদী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর মোদির শপথ অনুষ্ঠানে বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। আঞ্চলিক জোট বিমসটেকের সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, ময়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
২০১৯ সালে ভিভিআইপি সহ প্রায় ৮ হাজার অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০১৪ সালে মোদী যখন প্রথমবার শপথ নেন, তখন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ সার্কের সব নেতারা উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment