Ranji Trophy

পুরো পয়েন্টের লক্ষ্যে নামছে বাংলা, শতরান শাহবাজের

খেলা

রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের খেলায় চালকের আসনে বাংলা। তৃতীয় দিনের শেষে ৬ পয়েন্ট তো বটেই বাংলা, ঝাঁপাবে ৭ পয়েন্টের জন্য। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে আসামের রান ৩ উইকেটে ৯৮। ক্রিজে রয়েছেন ডেনিস দাস (অপরাজিত ৬৩) ও সুমিত গাদিগাওঁকর (অপরাজিত ৩০)। ইনিংসে হার বাঁচাতে ২৪২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে আসাম। মাত্র ৮ রানে পড়ে যায় তাদের ৩ উইকেট। দিনের বাকি সময় ডেনিস ও গাদিগাওঁকর অবিচ্ছিন্ন থেকে ৯০ রান যোগ করেছেন। শেষ দিন সকালে বাংলার লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব আসামের ইনিংস শেষ করা। সেই কথাই উঠে এদিনের খেলায় অন্যতম নায়ক শাহবাজ আহমেদের কথায়।
শাহবাজ সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘সকালের দিকে এখানে হাওয়া চলে। ব্যাটিং করা তখন সহজ না। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি অল আউট করা যায়। হাতে ১৪৫ রান এখনও আছে। একটু বেশি আক্রমনাত্মক খেলার ফলে কিছু রান দেওয়া হয়েছে। তবে সেটা দ্বিতীয় ইনিংসে উইকেট নিতে চাই বলে। প্রথম ইনিংসে অধিনায়ক এমন ফিল্ডিং সাজাবেন না।’ 
মঙ্গলবার রঞ্জিতে নিজের দ্বিতীয় শতরানটি তুলে নিলেন তিনি। ১০১ করে তিনি আউট হন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘লক্ষ্য ছিল দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়া যাতে দ্বিতীয় বার ব্যাট না করতে হয়। সেই ভাবেই খেলেছি।ওদের বোলাররা ক্লান্ত ছিল। ফলে আমি আর সুমন্ত ঠিক করি লুজ বল পেলেই মারবো। লক্ষ্য ২৫০ রানে লিড। যদিও আমরা ফিরে যাওয়ার পর সেটা হয়নি। ১০-১৫ রান কম হয়েছে।’ এরপর সুমন্ত গুপ্তর ৯৭ রানের মাথায়  হিট উইকেট হওয়া নিয়ে বলেন, ‘এর তো অনুশীলন সম্ভব নয়। এটা হয়ে যায়। পরপর দু’টো সেঞ্চুরি পেলে ভালোই হতো। ছ’ নম্বরে নেমে নিয়মিত রান পাওয়া সহজ নয়।’ এরপর বললেন, ‘আমি যখনই খেলি দলের জন্য খেলি। যখন জাতীয় দলে খেলেছি বাংলা থেকেই খেলেছি। এখনও চাই বাংলার হয়েই সফল হতে।’ এরপর তিনি সিএবি-কে ধন্যবাদ জানান চোট কাটিয়ে ফিরে আসায় সাহায্য করার জন্য। পিচ সামান্য গতি হারিয়েছে বলে স্বীকার করলেন শাহবাজ। তবে প্রসংশা করলেন সামির। বললেন, ‘সামি বিশ্বমানের বোলার। উনি দলের জন্য যা দরকার সেটি ঠিক দিয়ে দেন।’ প্রসঙ্গত, দ্বিতীয় ইনিংসে আসামের দু’টি উইকেট সামি নিয়েছেন।
বাংলা ৪৪২ রানে তাঁদের ইনিংস শেষ করে। শাহবাজ ও সুমন্ত ১২৯ রান যোগ করেন পঞ্চম উইকেটে। এরপর রাহুল প্রসাদ ২৮ ও সামি ১৮ করেন। সামি একটি ছয়ও মারেন।

Comments :0

Login to leave a comment