আন্দোলনরত কৃষক শুভকরণ সিংকে হরিয়ানা পুলিশের গুলি করে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের সর্বত্র বিক্ষোভ মিছিল ও স্কোয়াডের ডাক দিল সারা ভারত কৃষকসভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। বুধবার এক বিবৃতিতে সংগঠনের রাজ্য সভাপতি বিপ্লব মজুমদার ও রাজ্য সম্পাদক অমল হালদার বলেন, পাঞ্জাবের ২৪বছর বয়সি যুবক কৃষক শুভকরণ সিংকে খানৌরি সীমান্তে হরিয়ানা পুলিশ গুলি করে হত্যা করেছে। কৃষকরা যখন নিরস্ত্র ও শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন, তখন হরিয়ানা পুলিশ গুলি চালায়। এর হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের সর্বত্র ছোট ছোট স্কোয়াডের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল করতে হবে। এই নির্মম আক্রমণের বিরুদ্ধে এই মুহূর্তে সর্বত্র প্রতিবাদে নামা উচিত। নেতৃবৃন্দ বলেন, রাজ্যে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই পরীক্ষার সময় বাদ দিয়ে এই বিক্ষোভ মিছিল করতে হবে।
AIKS
রাজ্যজুড়ে আজ বিক্ষোভ কৃষকসভার
×
Comments :0