কর্ণাটক হাইকোর্ট শুক্রবার নিজে থেকেই, বেঙ্গালুরুতে মেট্রো পিলার ধসে এক মহিলা এবং তার দুই বছরের ছেলের মৃত্যুর বিষয়টি এক্তিয়ারে নিয়েছে। মেট্রো আধিকারিকদের অবহেলার কারণে একটি নির্মাণাধীন মেট্রো পিলার মঙ্গলবার একটি টু-হুইলারের উপর ধসে পড়েছিল। পাশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলা ও ছেলের মৃত্যু হয়, তার স্বামী ও মেয়েও গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর বেঙ্গালুরু মেট্রোর তিন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT), হায়দ্রাবাদের আধিকারিকদের পিলারটি ভেঙে পড়ার কারণ সম্পর্কে তথ্য প্রমাণের জন্য পিলার নির্মাণে ব্যবহৃত কাঁচামালগুলি পরীক্ষা ও স্থান পরিদর্শন করতে দেখা গেছে।
ধাতব রড দিয়ে তৈরি স্তম্ভটি প্রায় ৪০ ফুট উঁচু ছিল।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাইয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (BMRCL) পরিবারের জন্য ২০ লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছে।
আঞ্জুম পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক, BMRCL, যিনি ঘটনাটিকে 'দুর্ভাগ্যজনক' বলে অভিহিত করেছেন, বলেছেন তারা একটি অভ্যন্তরীণ অডিট শুরু করবেন।
Comments :0